তোরে পুতুলের মত করে সাজিয়ে 
হৃদয়ের কোঠরে রাখবো 
আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে 
সারাটি জীবন ভরে দেখবো 
আমি নেই নেই নেই রে 
আমি নেই নেই নেই রে 
যেন তোরই মাঝে হারিয়ে গেছি 
  তোরে পুতুলের মত করে সাজিয়ে 
হৃদয়ের কোঠরে রাখবো 
আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে 
সারাটি জীবন ভরে দেখবো 
  তোর রিণিঝিণি কাঁকণের ছন্দ 
র্নিঘুম স্বপ্নে বাজেরে 
আর নন্দিত বাধনের শিহরণ 
দু'চোখের জানালায় লাগেরে 
তোরে রংধনুর সাত রঙে রাঙিয়ে 
ফুলদানি সাজিয়ে রাখবো 
আর কপালেতে নীল টিপ পরিয়ে 
প্রেমেরই আল্পনা আঁকবো 
আমি নেই নেই নেই রে 
আমি নেই নেই নেই রে 
যেন তোরই মাঝে হারিয়ে গেছি 
    তোর ভাবনার করিডোরে সারাদিন 
হেঁটে হেঁটে যেন আমি মরেছি 
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারা 
অধরেতে ঠাঁই করে নিয়েছি 
তোরে বুকেরই কারাগারে চিরদিন 
বন্দী করেই আমি রাখবো 
আর শূন্য জীবনে আমারই 
অনিমেষে জড়িয়ে যে রাখবো 
আমি নেই নেই নেই রে 
আমি নেই নেই নেই রে 
যেন তোরই মাঝে হারিয়ে গেছি 
তোরে পুতুলের মত করে সাজিয়ে 
হৃদয়ের কোঠরে রাখবো 
আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে 
সারাটি জীবন ভরে দেখবো 
আমি নেই নেই নেই রে 
আমি নেই নেই নেই রে 
আমি নেই নেই নেই রে