menu-iconlogo
huatong
huatong
kumar-biswajit-tumi-jodi-bolo-podda-meghna-cover-image

Tumi Jodi Bolo Podda Meghna

Kumar Biswajithuatong
roberts11_03240huatong
歌詞
収録
তুমি যদি বলো পদ্মা মেঘনা

এক দিনে দেবো পাড়ি

তুমি যদি বলো চাঁদের বুকে

বানাবো আমার বাড়ি

তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা

ওহ… তুমি যদি বলো জনতা ব্যাংকে

ভালোবাসা দেবো জমা

তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও

এই তোমারি জন্যে

ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও

এই তোমারি জন্যে

এনে দিতে পারি আকাশের যত তারা

শুধু পারবোনা আমি

যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া

তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

এই তোমারি জন্যে

অনায়াসে আমি হিমালয় ডিঙাবো

এই তোমারি জন্যে

ঘুমহীন চোখে রাত্রি কাটাবো

এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা

ভরে দেবো ফুলে ফুলে

শুধু পারবোনা আমি

যদি তুমি বলো থাকতে তোমাকে ভুলে

তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেবো হাওয়ায়

ওহ… তুমি যদি বলো করবো বদল

নিজেকে তোমার চাওয়ায়

তুমি আমার শুধু আমার ভালো লাগে কবিতা

তুমি যদি বলো পদ্মা মেঘনা

এক দিনে দেবো পাড়ি

তুমি যদি বলো চাঁদের বুকে

বানাবো আমার বাড়ি

তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

Kumar Biswajitの他の作品

総て見るlogo

あなたにおすすめ