menu-iconlogo
huatong
huatong
avatar

বাচি কি করে বাচি গো (Bachi ki kore bachi go)

Kumar Sanu/Anupama Deshpandehuatong
ms.cruz201huatong
歌詞
レコーディング
বাচি কি করে, বাচি গো,হায়.....

তোমাকে ছাড়া

বাচি কি করে, বাচি গো,হয়...

তোমাকে ছাড়া

লাগেনা আমার,মন কোথাও....

তোমাকে ছাড়া......

বাচি কি করে,বাচি গো,হয়....

তোমাকে ছাড়া..হা..

বাচি কি করে, বাচি গো,হায়....

তোমাকে ছাড়া.......

তুমি বিনা, পুন্নো যতো

সবই পাপ যে হবে

তুমি বিনা,পুন্নো যতো

সবই পাপ যে হবে

কোন সে আশীর্বাদ, কোন অভিসাপ হবে...

কোন সে আশীর্বাদ, কোন অভিসাপ হবে

আমার এ মন তাই, ভেবেছে এখন

নেইতো বাচার, কোন মানে....

বাচি কি করে,বাচি গো, হয়...

তোমাকে ছাড়া

বাচি কি করে,বাচি গো,হায়....

তোমাকে ছাড়া

তুমি বিষ,এনে দিলে

যাব তা পান করে

তুমি বিষ এনে দিলে

যাব তা পান করে

না কোন অভিনয় বা, অভিমান করে...

না কোন অভিনয় বা, অভিমান করে

তুমি পাশে নেই তবু, সেইতো কিছুতেই

সইবেনা যেন,আমার প্রানে......

বাচি কি করে,বাচি গো,হায়

তোমাকে ছাড়া

বাচি কি করে,বাচি গো,হায়..

তোমাকে ছাড়া

তুমি আমি ব্যাথা পাই, কার কি যায় আসে

হো, তুমি আমি ব্যাথা পাই,কার কি যায় আসে

ফাগুনের সেই নদী এই ,বরষায় ভাসে,

ফাগুনের সেই নদী এই,বরষা ভাসে

তুমি যে আমার শুধু, আমি যে তোমার

এই কথা ভাসেনা স্রোতের টানে....,

বাচি কি করে,বাচি গো,হায়.....

তোমাকে ছাড়া

বাচি কি করে,বাচি গো,হায়...

তোমাকে ছাড়া

লাগেনা আমার,মন কোথাও

তোমাকে ছাড়া.......

বাচি কি করে,বাচি গো,হায় ....

তোমাকে ছাড়া

বাচি কি করে,বাচি গো,হায়..

তোমাকে ছাড়া

Kumar Sanu/Anupama Deshpandeの他の作品

総て見るlogo

あなたにおすすめ