menu-iconlogo
huatong
huatong
avatar

Valobasha Joto Boro Jibon Toto

Kumar Sanu/mitalihuatong
nivitaannhuatong
歌詞
レコーディング
F)ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর

তোমায় নিয়ে হাজার বছর

বাঁচতে বড় ইচ্ছে হয়

M)ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর

বাঁচতে বড় ইচ্ছে হয়

ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

M)বড় দেরী করে দেখা হলো

হলো চেনা জানা

আরো দিন গেল কেটে

মনেরই ঠিকানা..

F)বড় দেরী করে দেখা হলো

হলো চেনা জানা

আরো দিন গেল কেটে

মনেরই ঠিকানা

M)হায় জন্ম থেকেই হয়নি কেন

তোমার আমার পরিচয়

ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর

বাঁচতে বড় ইচ্ছে হয়

F)ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

F)শুধু কিছুদিন কাছে পেয়ে

ফুরাবে না আশা

কবে যে মরণ ঝড়ে

ভেঙে যাবে বাসা

M)শুধু কিছুদিন কাছে পেয়ে

ফুরাবে না আশা

কবে যে মরণ ঝড়ে

ভেঙে যাবে বাসা

F)হায় সব পেয়েছি তাই কি আমার

সব হারানোর এত ভয়

M)ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর...

তোমায় নিয়ে হাজার বছর

বাঁচতে বড় ইচ্ছে হয়

F)ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর

বাঁচতে বড় ইচ্ছে হয়

MF)ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

Kumar Sanu/mitaliの他の作品

総て見るlogo

あなたにおすすめ