menu-iconlogo
huatong
huatong
歌詞
レコーディング
ঘুরে ঘুরে চলা একলা মন খুঁজে পায় প্রতি পল

উড়ে উড়ে করা দিন যাপন কবে দিশা পাবে বল?

ভেবে গেছি আমি রাত কি ভোর পাঠাবেই ভগবান

উড়ে উড়ে এসে ওড়না তোর হবে একফালি গান

মন বেবাগি, মন বেবাগি

গেয়ে যায় মনের অজানে

মন বেবাগি, মন বেবাগি

মিলবে কি শেকড়ের টানে?

ঘুরে ঘুরে চলা একলা মন খুঁজে পায় প্রতি পল

উড়ে উড়ে করা দিন যাপন কবে দিশা পাবে বল?

যাবে কি একা একা রাত কেটে এভাবে অভাবে?

হবে কি দেখা-শোনা কোনোমতে মাঝপথে, বল কবে?

মন বেবাগি, মন বেবাগি

গেয়ে যায় মনের অজানে

মন বেবাগি, মন বেবাগি

মিলবে কি শেকড়ের টানে?

হারাবো হাতে হাতে হাত মিশে খুব চেনা শহরে

নিজেকে খুঁজে পাবো সব শেষে ঠিকানা তোর ঘরে

মন বেবাগি, মন বেবাগি

গেয়ে যায় মনের অজানে

মন বেবাগি, মন বেবাগি

মিলবে কি শেকড়ের টানে?

ঘুরে ঘুরে চলা একলা মন খুঁজে পায় প্রতি পল

উড়ে উড়ে করা দিন যাপন কবে দিশা পাবে বল?

মন বেবাগি, মন বেবাগি

গেয়ে যায় মনের অজানে

মন বেবাগি, মন বেবাগি

মিলবে কি শেকড়ের টানে?

Kunal Ganjawala/Akriti Kakar/Rana majumder/Prasenの他の作品

総て見るlogo

あなたにおすすめ