menu-iconlogo
huatong
huatong
kunal-ganjawala-sedin-dekha-hoyechilo-cover-image

Sedin Dekha Hoyechilo

Kunal Ganjawalahuatong
clintin1huatong
歌詞
収録
Tell me something, du hey a

Du, time to tell

Tu du du du

সেদিন দেখা হয়েছিল

সেদিন দেখা হয়েছিল

আজও পারিনি কিছুই বলতে যে তোমায়

অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে

আজও পারিনি কিছুই বলতে যে তোমায়

সেদিন (সেদিন) দেখা হয়েছিল

সেদিন দেখা হয়েছিল

জানিনা (জানিনা) হারিয়েছি আমি কোন উজানে

সীমানা (সিমানা) পেরিয়েছি কবে কোন টানে

তবু না বলা সে কথা

তবু না বলা সে কথা

আজও পারিনি কিছুই বলতে যে তোমায়

সেদিন (সেদিন) দেখা হয়েছিল

সেদিন দেখা হয়েছিল

না দেখেই (না দেখেই)

মনে মনে লিখে গেছি ছবি তার (ছবি তার, ছবি তার, ছবি তার)

হুম, সাক্ষী দিন, ঘুম না আসা রাতে আঁকা কবিতা

তবু ভেঙে নীরবতা

তবু ভেঙে নীরবতা

আজও পারিনি কিছুই বলতে যে তোমায়

সেদিন (সেদিন) দেখা হয়েছিল

সেদিন...

Kunal Ganjawalaの他の作品

総て見るlogo

あなたにおすすめ