menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি কার পোষা পাখি

Kure Ghorhuatong
starwalkhuatong
歌詞
レコーディング
তুমি কার পোষা পাখি...

তুমি কার পোষা পাখি

কাজল বরন আঁখি

কার পোষা পাখি

কাজল বরন আঁখি

রক্ত জবার মত তোমার মুখ...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

প্রথমও যৌবনের কালে

যেদিন তোমায় দেখেছি...

এ দেহ পিঞ্জিরার মাঝে

আপন করে রেখেছি

আপন করে রেখেছি

আমি জানতাম যদি পাখি

দিয়া যাবা ফাঁকি

জানতাম যদি পাখি

দিয়া যাবা ফাঁকি

পুড়তাম না আর তোর ই আশায় বুক...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

From Bondhu Mohol Group

আরো নতুন নতুন মিউজিক পেতে

আমাকে ফলো দিয়ে একটিভ থাকুন

আদরও সোহাগের পাখি

কোন দিন জানি উড়ে যায়...

ফাঁক পেলে পলাইয়া যাবে

জঙ্গলের কোন অজানায়

জঙ্গলের কোন অজানায়

আমি জানতাম যদি পাখি

দিয়া যাবা ফাঁকি

জানতাম যদি পাখি

দিয়া যাবা ফাঁকি

দেখতাম না আর তোর ই মায়া মুখ...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

তুমি কার পোষা পাখি

কাজল বরন আঁখি

কার পোষা পাখি

কাজল বরন আঁখি

রক্ত জবার মত তোমার মুখ...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে...

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে...

আমারে কান্দাইয়া পাও কি সুখ।

লাইক প্লিজ

Kure Ghorの他の作品

総て見るlogo

あなたにおすすめ

তুমি কার পোষা পাখি by Kure Ghor - 歌詞&カバー