menu-iconlogo
huatong
huatong
avatar

মিলন হবে কত দিনে Milon Hobe Koto Dine

Lalon Geetihuatong
awrooo123huatong
歌詞
レコーディング
মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছি কালো শশী

চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছি কালো শশী

হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী

ও তা হয় না কপাল গুণে

ও তা হয় না কপাল গুণে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন

লুকালে না পায় অন্বেষণ,

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন

লুকালে না পায় অন্বেষণ,

কালারে হারায়ে তেমন কালারে হারায়ে তেমন

ঐ রূপ হেরি এ দর্পণে

ঐ রূপ হেরি এ দর্পণে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

যখন ও রূপ স্মরণ হয়,

থাকে না লোকলজ্জার ভয়

যখন ও রূপ স্মরণ হয়,

থাকে না লোকলজ্জার ভয়

লালন ফকির ভেবে বলে সদাই

লালন ফকির ভেবে বলে সদাই

ও প্রেম যে করে সেই জানে

ও প্রেম যে করে সেই জানে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

Lalon Geetiの他の作品

総て見るlogo

あなたにおすすめ