menu-iconlogo
logo

HD Bhul Kore Jodi

logo
avatar
Lizalogo
ˢˢˢ𝙁★᭄𝙎𝙃𝙐𝘽𝙊༉࿐❤logo
アプリ内で歌う
歌詞
Song : Bhul Kore Jodi

Singer : Liza

Tune & Music : SI Tutul

<<=<<>><<>><<>>=>>

ভুল করে যদি কখনো

মনে পড়ে এই আমায়

নিরবে যদি ঐ দু"টি চোখ

জ্বলে ভিজে তোমার

মনে রেখ আমিও এখনো

তোমারই প্রতিক্ষায়...

ভুল করে যদি কখনো

মনে পড়ে এই আমায়

নিরবে যদি ঐ দু"টি চোখ

জ্বলে ভিজে তোমার...

Wait..................

TRACK ARRANGED BY SHUBO

----> ID-78005855101

<<=<<>><<>><<>>=>>

রাত জেগে জেগে যদি

দু চোখে পড়ে বিষাদের ছায়া

অভিমানের পালা শেষ না হলেও

বুকে জমে থাকে মায়া...

<<=<<>><<>><<>>=>>

ও রাত জেগে জেগে যদি...

দু চোখে পড়ে বিষাদের ছায়া...

অভিমানের পালা শেষ না হলেও

বুকে জমে থাকে মায়া...

মনে রেখ আমিও এখনো

তোমার-ই প্রতিক্ষায়...

ভুল করে যদি কখনো

মনে পড়ে এই আমায়

নিরবে যদি ঐ দু"টি চোখ

জ্বলে ভিজে তোমার....

---> Music <---

----> ID-78005855101

Like & follow mea

<<=<<>><<>><<>>=>>

সারাটা দিন ধরে যদি....

নিজেকে বড় একাকী-লাগে

অভিযোগের কথা শেষ না হলেও

শেষ হবে অনুরাগে...

<<=<<>><<>><<>>=>>

ও সারাটা দিন ধরে যদি

নিজেকে বড় একাকী-লাগে

অভিযোগের কথা শেষ না হলেও

শেষ হবে অনুরাগে

মনে রেখ আমিও এখনো

তোমার-ই প্রতিক্ষায়...

ভুল করে যদি কখনো

মনে পড়ে এই আমায়

নিরবে যদি ঐ দু"টি চোখ

জ্বলে ভিজে তোমার

মনে রেখ আমিও এখনো

তোমারই প্রতিক্ষায়...

ভুল করে যদি কখনো

মনে পড়ে এই আমায়

নিরবে যদি ঐ দু"টি চোখ

জ্বলে ভিজে তোমার....

--->Thank You

HD Bhul Kore Jodi by Liza - 歌詞&カバー