menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আমার সোনা রে _____PORI____

Love singer porihuatong
⚔⃟🧡.𝑷𝑶𝑹𝑰.⚔⃟🇧🇩🄻🅂🅿︎huatong
歌詞
収録
তুমি আমার সোনা রে

New Upload_By

_____PORI____

____LSP.. family____

Do Not Copy Please

মেয়ে...তুমি আমার সোনারে তুমি আমার জাদু রে

হিরা মানিক যাই বলো সবার চেয়ে খাঁটি রে

তুমি আমার সোনারে তুমি আমার জাদু রে

হিরা মানিক যাই বলো সবার চেয়ে খাঁটি রে

কি করে কি করে বোঝাই তোমায় কত ভালোবাসি রে

কি করে কি করে বোঝাই তোমায় কত ভালোবাসি রে

............................

ছেলে...তুমি আমার সোনারে তুমি আমার জাদু রে

হিরা মানিক যাই বলো সবার চেয়ে খাঁটি রে

কি করে কি করে বোঝাই তোমায় কত ভালোবাসি রে

কি করে কি করে বোঝাই তোমায় কত ভালোবাসি রে

My Family Name____

?Love singer- PORI ?

___Room-I'd?188669

__Family -I'd?_128738

মেয়ে...কাজল হয়ে থাকো না আমার দুটি চোখে রে

চুরি হয়ে বাজযো না আমার দুটি হাতে রে

.....................

ছেলে...পাগল আমি হয়েছি বন্ধু তোমার প্রেমেতে

জীবন লিখে দিয়েছি সাথী তোমার নামেতে

মেয়ে..আগুন নেভাতে জ্বালা মেটাতে

তোমার কাছে আসি রে

ছেলে..কি করে কি করে বলি তোমায় কত ভালোবাসি রে

মেয়ে.এই কি করে কি করে বুঝাই হায় কত ভালোবাসি রে

___New Upload_By___

_____PORI____

_____LSP.. family____

ছেলে..তোমায় যদি না দেখি আসেনা ঘুম নয়নে

তুমি ছাড়া বলো না বাঁচি আমি কেমন

মেয়ে..বুকে আমায় জড়ালে মরি সুখের মরণে

দূরে যেতে পারি না বেধেছ কি বাধনে

ছেলে..তোমার লাগিয়া তোমায় ভাবিয়া

কাটাবো দিবানিশি রে

মেয়ে..কি করে কি করে বুঝাই তোমায়

কত ভালোবাসি রে

ছেলে..কি করে কি করে বুঝাই তোমায়

কত ভালোবাসি রে

মেয়ে..তুমি আমার সোনারে তুমি আমার জাদু রে

হিরা মানিক যাই বলো সবার চেয়ে খাঁটি রে

ছেলে..তুমি আমার সোনারে তুমি আমার জাদু রে

হিরা মানিক যাই বলো সবার চেয়ে খাঁটি রে

মেয়..কি করে কি করে বুঝাই তোমায় কত ভালোবাসি রে

ছেলে.কি করে কি করে বুঝাই তোমায় কত ভালোবাসি রে

? Thank you all?

Love singer poriの他の作品

総て見るlogo

あなたにおすすめ