menu-iconlogo
huatong
huatong
avatar

Kemon Acho Bobdhu Tumi

Lutfor Hasan/Abanti Sithihuatong
lukejennahuatong
歌詞
レコーディング
কেমন আছো, বন্ধু, তুমি

তোমার ভাঙা সংসারে

কেমন আছো, বন্ধু, তুমি

তোমার ভাঙা সংসারে

হইতা তুমি পুরা সুখী

লইতা যদি আমারে

হইতা তুমি পুরা সুখী

লইতা যদি আমারে

কেমন আছো, বন্ধু, তুমি

তোমার ভাঙা সংসারে

কেমন আছো, বন্ধু, তুমি

তোমার ভাঙা সংসারে

হইতা তুমি পুরা সুখী

লইতা যদি আমারে

হইতা তুমি পুরা সুখী

লইতা যদি আমারে

কেঁদে কেঁদে ভাসতো না আর

তোমার বালিশ-চাদর

বুক বিছাইয়া দিতাম তোমায়

করিতাম আদর

কেঁদে কেঁদে ভাসতো না আর

তোমার বালিশ-চাদর

বুক বিছাইয়া দিতাম তোমায়

করিতাম আদর

এমন ভালোবাসার মানুষ

পাইতা তুমি কাহারে

হইতা তুমি পুরা সুখী

লইতা যদি আমারে

হইতা তুমি পুরা সুখী

লইতা যদি আমারে

জীবন তোমার এমন কেন

কেমন জানি আছো

সুখেও নাই, দুঃখেও নাই

কেমনে জানি বাঁচো

জীবন তোমার এমন কেন

কেমন জানি আছো

সুখেও নাই, দুঃখেও নাই

কেমনে জানি বাঁচো

বাঁচার উপলক্ষ আমি

খুঁজলা তুমি কাহারে

হইতা তুমি পুরা সুখী

লইতা যদি আমারে

হইতা তুমি পুরা সুখী

লইতা যদি আমারে

হইতা তুমি পুরা সুখী

লইতা যদি আমারে

হইতা তুমি পুরা সুখী

লইতা যদি আমারে

Lutfor Hasan/Abanti Sithiの他の作品

総て見るlogo

あなたにおすすめ