menu-iconlogo
huatong
huatong
m-a-malekruna-layla-chirodin-ei-duniyay-cover-image

Chirodin Ei Duniyay

M A Malek/Runa Laylahuatong
moonshine64huatong
歌詞
収録
চিরদিন এই দুনিয়ায়,হয়েছে হায় প্রেমেরী জয়

চিরদিন এই দুনিয়ায়,হয়েছে হায় প্রেমেরী জয়

যুগে যুগে প্রেমের কারনে...

যুগে যুগে প্রেমের কারনে

মরনের কেউ করেনি ভয় ।

চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরী জয়

যত দিন এই বুকে আছে প্রাণ

আমি গেয়ে যাবো প্রেমেরী গান

যত দিন এই বুকে আছে প্রাণ

আমি গেয়ে যাবো প্রেমেরী গান

দুটি মনে মনে,মিলন হলে

বিধাতার স্বর্গ যেন সৃষ্টি হয়

চিরদিন এই দুনিয়ায়,হয়েছে হায় প্রেমেরী জয়

চিরদিন এই দুনিয়ায়,হয়েছে হায় প্রেমেরী জয়

দেখ চাঁদ তারা সূর্য উঠতো কি

গাছে গাছে এতো ফুল ফুটতো কি

দেখ চাঁদ তারা সূর্য উঠতো কি

গাছে গাছে এতো ফুল ফুটতো কি

প্রেম আছে বলে,পৃথীবী আছে

সাগর নদী তাই আজও বয়...

চিরদিন এই দুনিয়ায়,হয়েছে হায় প্রেমেরী জয়

চিরদিন এই দুনিয়ায়,হয়েছে হায় প্রেমেরী জয়

যুগে যুগে প্রেমের কারনে...

যুগে যুগে প্রেমের কারনে

মরনের কেউ করেনি ভয় ।

চিরদিন এই দুনিয়ায়,হয়েছে হায় প্রেমেরী জয়

চিরদিন এই দুনিয়ায়,হয়েছে হায় প্রেমেরী জয়

あなたにおすすめ