menu-iconlogo
huatong
huatong
avatar

Bolo Amay Kokhono Chere Jabena

Mahtim Sakibhuatong
mikegsus74219huatong
歌詞
レコーディング
বলো আমায় কখনো ছেড়ে যাবে না

এই হাত দুটি আলাদা করে দেবে না।

বলো আমায় কখনো ছেড়ে যাবে না

এই হাত দুটি আলাদা করে দেবে না।

না না আমি কোনো কিছু চাই না

তুমি হলে আমার আর কিছু লাগে না,

আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা

আমি তোমায় ছাড়া ভাবতে পারিনা,

আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা

আমি তোমায় ছাড়া থাকতে পারিনা।

একটু কাছে পাবার আশায়

ধরি কত শত বাহানা,

দিন কি রাত আমার তুমি ছাড়া

এক মুহূর্ত কাটে না।

হু একটু কাছে পাবার আশায়

ধরি কত শত বাহানা,

দিন কি রাত আমার তুমি ছাড়া

এক মুহূর্ত কাটে না।

কোনো কিছুই একা আর ভালোলাগে না:

মনে মনে তুমি আর কেউ থাকে না,

আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা

আমি তোমায় ছাড়া ভাবতে পারিনা,

আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা

আমি তোমায় ছাড়া থাকতে পারিনা।

হু..হু.... হু....হু......হু

মন যে কেমন সারাটিক্ষন

ভাবে তোমায় আনমনে,

পাবে জীবন যতটা সময়

আগলে রবো যতনে।

মন যে কেমন সারাটিক্ষন

ভাবে তোমায় আনমনে,

পাবে জীবন যতটা সময়

আগলে রবো যতনে।

না না আমি কোনো কিছু চাই না

তুমি হলে আমার আর কিছু লাগে না,

আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা

আমি তোমায় ছাড়া ভাবতে পারিনা,

আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা

আমি তোমায় ছাড়া থাকতে পারিনা।

Mahtim Sakibの他の作品

総て見るlogo

あなたにおすすめ