menu-iconlogo
huatong
huatong
avatar

Bichchheder

Mamunhuatong
skckwilsonhuatong
歌詞
収録
M বিচ্ছেদের অনলে যায় পুড়ে,

তবু কেনো থাকো দুরে রে

তুমি আমার,

মনের কষ্ট বুঝলা না রে।

নিঠুর প্রিয়া,

মনের কষ্ট বুঝলা না রে।

F বিচ্ছেদের অনলে যায় পুড়ে,

তবু কেনো থাকো দুরে রে

তুমি আমার,

মনের কষ্ট বুঝলা না রে।

নিঠুর প্রিয়,

মনের কষ্ট বুঝল না রে।

M বলেছিলে আমায় ভালোবেসে,

সারা জনম থাকবে পাশে রে আশা কইরা,

আশা পূরণ হইল না রে।

F বলেছিলে আমায় ভালোবেসে,

সারা জনম থাকবে পাশে রে আশা কইরা,

আশা পুরন হইলো না রে।

M বিচ্ছেদের অনলে যায় পুড়ে,

তবু কেন থাকো দূরে রে

তুমি আমার,

মনের কষ্ট বুঝলা না রে।

নিঠুর প্রিয়া,

মনের কষ্ট বুঝলে না রে।

M বুকের মাঝে মনের ও পিঞ্জরে,

রেখেছিলাম যতন করে রে

খাঁচার পাখি,

খাঁচায় তুমি থাকলে না রে।

F বুকের মাঝে মনের ও পিঞ্জরে,

রেখেছিলাম যতন করে রে খাঁচার পাখি ,

খাঁচায় তুমি থাকলা না রে।

M বিচ্ছেদের অনলে যায় পুড়ে,

তবু কেনো থাকো দুরে রে

তুমি আমার,

মনের কষ্ট বুঝলা না রে।

নিঠুর প্রিয়া,

মনের কষ্ট বুঝলা নারে।

M ভুইলা গিয়া শপথের কথা,

এই অন্তরে দিলা ব্যথা রে

তুমি কথা,

দিয়াও কথা রাখলা না রে

F ভুইলা গিয়া শপথের কথা,

এই অন্তরে দিলা ব্যথা রে

তুমি কথা,

দিয়াও কথা রাখলা না রে

M বিচ্ছেদের অনলে যায় পুড়ে,

তবু কেনো থাকো দুরে রে

তুমি আমার,

মনের কষ্ট বুঝলা না রে।

নিঠুর প্রিয়া,

মনের কষ্ট বুঝলা না রে।

বিচ্ছেদের অনলে যায় পুড়ে

Mamunの他の作品

総て見るlogo

あなたにおすすめ