menu-iconlogo
huatong
huatong
avatar

মধুর মধুর কথা কইয়া ---

Mamun upload byhuatong
༗Ɱainꪊl💙丹kร༗࿐huatong
歌詞
レコーディング
গানঃমধুর মধুর কথা কইয়া

গীতিকারঃ আক্কাস দেওয়ান

শিল্পীঃ কাজল দেওয়ান

☑️আপলোড করেছেন☑️

➡️মামুন আকাশ ফ্যামিলি⬅️

———মিউজিক———

মধুর মধুর কথা কইয়া

চিত্তে দাগা দিলো

মধুর মধুর কথা কইয়া

চিত্তে দাগা দিলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো,,,।।

মধুর মধুর কথা কইয়া

চিত্তে দাগা দিলো

আমায় মধুর মধুর কথা কইয়া

চিত্তে দাগা দিলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো ।।

———মিউজিক———

মনে ছিল আশা গো

আমার প্রাণে ছিল আশা

বন্ধের সনে গহীন বনে

বাঁধবো সুখের বাসা,

মনে ছিল আশা গো

আমার প্রাণে ছিল আশা

বন্ধের সনে গহীন বনে

বাঁধবো সুখের বাসা,

আমার আশার বাসা ভাইঙ্গা দিয়া

কার মায়ায় মজিলো

-----মিউজিক-----

আমার আশার বাসা ভাইঙ্গা বন্ধে

কার মায়ায় মজিলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো---।।

———মিউজিক———

কান্দে পোড়া আখি

আমি কেমনে গৃহে থাকি

বন্ধুর জন্য ছটফট করে

আমার পরান পাখি,

কান্দে পোড়া আখি

আমি কেমনে গৃহে থাকি

বন্ধুর জন্য ছটফট করে

আমার পরান পাখি,

আমি পথের দিকে চাইয়া থাকি

ঐ বুঝি আসিলো

-----মিউজিক-----

আমি পথের দিকে চাইয়া থাকি

ঐ বুঝি আসিলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো---।।

———মিউজিক———

না দেখিলে মরি আমি

উপায় কী যে করি

বন্ধুরে না পাইলে আমার

গলায় দেব দড়ি,

না দেখিলে মরি আমি

উপায় কী যে করি

বন্ধুরে না পাইলে আমার

গলায় দেব দড়ি,

লোকে বলবে আক্কাস দেওয়ান

কি মরাই মরিলো

-----মিউজিক-----

লোকে বলবে আক্কাস দেওয়ান

কি মরাই মরিলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো।।

মধুর মধুর কথা কইয়া

চিত্তে দাগা দিলো

আমায় মধুর মধুর কথা কইয়া

চিত্তে দাগা দিলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো ।

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো

হায়গো সোনা বন্ধে

কি দোষে কান্দাইলো।।।।।

➡️➡️সমাপ্তি⬅️⬅️

☑️ধন্যবাদ সবাইকে☑️

Mamun upload byの他の作品

総て見るlogo

あなたにおすすめ