menu-iconlogo
huatong
huatong
avatar

Premero Joyare

manisha murali nairhuatong
ryambaohuatong
歌詞
レコーディング
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে

বাঁধন খুলে দাও, দাও দাও দাও

প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে

বাঁধন খুলে দাও, দাও দাও দাও

ভুলিব ভাবনা, পিছনে চাব না

পাল তুলে দাও, দাও দাও দাও

প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে

বাঁধন খুলে দাও, দাও দাও দাও

প্রবল পবনে তরঙ্গ তুলিল

হৃদয় দুলিল, দুলিল দুলিল

প্রবল পবনে তরঙ্গ তুলিল

হৃদয় দুলিল, দুলিল দুলিল

পাগল হে নাবিক, ভুলাও দিগবিদিক

পাগল হে নাবিক, ভুলাও দিগবিদিক

পাল তুলে দাও, দাও দাও দাও

প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে

বাঁধন খুলে দাও, দাও দাও দাও

ভুলিব ভাবনা, পিছনে চাব না

পাল তুলে দাও, দাও দাও দাও

প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে

বাঁধন খুলে দাও, দাও দাও দাও

প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে

বাঁধন খুলে দাও, দাও দাও দাও

manisha murali nairの他の作品

総て見るlogo

あなたにおすすめ