menu-iconlogo
logo

Sundari Go Dohai Dohai

logo
歌詞
সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা

আজ নিশিথে কাছে থাকো না বলো না

সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা

অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে

অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে

অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে

না না চন্দ্রহারে কাজলধোঁয়া জল ফেলোনা

সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা

আজ নিশিথে কাছে থাকো না বলো না

সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা

একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জম

একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে

আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে

না না একটু ফাগুন আগুন দিয়ে না জ্বেলোনা

সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা

আজ নিশিথে কাছে থাকো না বলো না

সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা

Sundari Go Dohai Dohai by Manna Dey - 歌詞&カバー