menu-iconlogo
huatong
huatong
avatar

pakhi tar buka jano

md rofihuatong
patrickbrienhuatong
歌詞
収録

farhan farhan

না না না …

পাখীটার বুকে যেন তীর মেরো না

ওকে গাইতে দাও

ওর কন্ঠ থেকে গান কেরো না

না না না …

পাখীটার বুকে যেন তীর মেরো না

ওকে গাইতে দাও

ওর কন্ঠ থেকে গান কেরো না

না না না …

fafarhan farhan

দেখো ভেবে পাখীটা মরে গেলে

ফাগুন বিদায় নেবে।

দেখো ভেবে পাখীটা মরে গেলে

ফাগুন বিদায় নেবে।

ওর গানই যে ফুল

ফোঁটার প্রেরণা।

পাখীটার বুকে যেন তীর মেরো না

ওকে গাইতে দাও

ওর কন্ঠ থেকে গান কেরো না

না না না …

fafafarhan farhan

চাও নাকি পাখিটার

সারা দিন গান গেয়ে

ঘরে ফিরে তার

ভেঙ্গ না ওর সোনার সংসার

কত সুখী ওর ঐ গান শুনে

ফোঁটে যে সূর্যমুখী

যদি আনন্দ পেতে চাও

ওকে তুমি ছেড়ো না।

পাখীটার বুকে যেন তীর মেরো না

ওকে গাইতে দাও

ওর কন্ঠ থেকে গান কেরো না

না না না …

farfafafarhan farhan

thanks

Report copyright infringement

md rofiの他の作品

総て見るlogo

あなたにおすすめ