menu-iconlogo
huatong
huatong
avatar

Akashe Aj Choriye Dilam Priyo

MD.Anisulhuatong
༺᪣.🅐🅝🅘🅢🅤🅛᪣༻🇧🇩☞🅢🅢🅐☜♡huatong
歌詞
収録
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আমার কথার ফুল গো আমার গানের মালা গো

কুড়িয়ে তুমি নিও,

প্রিয় কুড়িয়ে তুমি নিও

সপ্তসুর সঙ্গীত একাডেমী

আমার সুরের ইন্দ্রধনু

রচে আমার ক্ষনিক তনু

জড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অমিয়

আমার কথার ফুল গো আমার গানের মালা গো

কুড়িয়ে তুমি নিও,

প্রিয় কুড়িয়ে তুমি নিও

সপ্তসুর সঙ্গীত একাডেমী

আঁখি পাতায় নাই দেখিলে আমার আঁখিজল

মোর কন্ঠের সুর অশ্রুভারে

করে টলমল গো করে টলমল

আমার হৃদয়-পদ্ম ঘিরে

কথার ভ্রমর কেঁদে ফিরে

সেই ভ্রমরের কাছে আমার মনের মধু পিও

আমার কথার ফুল গো আমার গানের মালা গো

কুড়িয়ে তুমি নিও

প্রিয় কুড়িয়ে তুমি নিও

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আমার কথার ফুল গো আমার গানের মালা গো

কুড়িয়ে তুমি নিও

প্রিয় কুড়িয়ে তুমি নিও

প্রিয় কুড়িয়ে তুমি নিও

প্রিয় কুড়িয়ে তুমি নিও

সপ্তসুর সঙ্গীত একাডেমী

MD.Anisulの他の作品

総て見るlogo

あなたにおすすめ