menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে - Tumi Bole Dakle Boro Modhur Lage

Md.Khurshid Alamhuatong
༄❥⃝𖤓M.MOIN❥⃝♻️🅱🆂🅰♻️huatong
歌詞
レコーディング
গানের কথাঃ তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

চলচ্চিত্রঃ আরাধনা (1979) ,

শিল্পীঃ মোঃ খুরশীদ আলম,

-----------------

🇧🇩বাংলা সঙ্গীত একাডেমী...

-----------------

তুমি...

--------------

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

--------------

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

আজ থেকে আর আপনি বলে ডেকোনা,

আমাকে,আমাকে...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

Music

এই মিলনের ক্ষণ ছোট ছোট,

ঐ বিরহের রাত বড় বড় ওওওওও

মিলনের ক্ষণ ছোট ছোট,

ঐ বিরহের রাত বড় বড় ওওওওও

হাতে হাত রেখে চলো চলে যাই

ঐ ঘরমুখো মনটাকে ছাড়ো

ছেড়ো না আমাকে, আমাকে তুমি...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

Music

ঐ আকাশের মেঘ কালো কালো,

প্রিয়তমেষুর চোখ আরও কালো ওওওওও

আকাশের মেঘ কালো কালো,

প্রিয়তমেষুর চোখ আরও কালো,

সূর্যের আলো সেতো কিছু নয়,

মোর প্রেমিকার মুখ ঝলোমলো...

সে আলোয় ডেকেছ আমাকে তুমি...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

Music

আজ বিকেলের রোদ ঝিলিমিলি ঈঈঈঈঈ

চলো আরও কিছুক্ষণ খেলা করি ঈঈঈঈঈ

বিকেলের রোদ ঝিলিমিলি,

চলো আরও কিছুক্ষণ খেলা করি ঈঈঈঈঈ

হাসিখুশি দিয়ে মন ভরে থাক,

কিছু কথা বিনিময় আজ হয়ে যাক,

কথা দাও,কথা দাও, আমাকে... তুমি...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

----------------

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

আজ থেকে আর আপনি বলে ডেকোনা,

আমাকে,আমাকে.....

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

-----------------

খোদা হাফেজ

Uploaded by Moinul Jibon

Md.Khurshid Alamの他の作品

総て見るlogo

あなたにおすすめ