menu-iconlogo
huatong
huatong
me-akta-gopon-kotha-guiter-cover-image

akta gopon kotha guiter

Mehuatong
oindrila786huatong
歌詞
収録
একটা গোপন কথা ছিল বলবার

বন্ধু, সময় হবে কি তোমার?

একবার শুনে ভুলে যেয়ো বারবার

ভুলেও কাওকে বলোনা আবার

মুখে ভালোবাসি না, বলে মনেতে প্রেম নিয়ে

চলে আছে অনেকে

এত দিন ছিল সাধারণ

তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে

মন, আঁধারের নীলিমায়

তোমাকে আজ খুঁজতে চায়

জানি না (জানি না) কোথায় পাবো তোমায়?

একবার এসে দেখো আমায়

ভেবেছি তাই এবার, যা কিছু হবে হবার

হোক তবু করে স্বীকার

পরাজয় মেনে নিয়ে, সব কিছু বলে দিয়ে

চাইবো আমার অধিকার

কপালে যা আছে লেখা, মনে যদি পাইয়ো ব্যাথা দেখে নিবো আমি এর শেষ

মিথ্যে অভিনয় আর নয় আর নয়

এই ভালো আছি এই বেশ

মন, আঁধারের নীলিমায়

তোমাকেই আজ খুঁজতে চায়

জানি না (জানি না)কোথায় পাবো তোমায়?

একবার এসে দেখো আমায়

Meの他の作品

総て見るlogo

あなたにおすすめ