menu-iconlogo
huatong
huatong
meher-afroze-shawon-jodi-mon-kade-cover-image

Jodi Mon Kade

Meher Afroze Shawonhuatong
🎶𝐌𝐚𝐡𝐢𝐫𝐓𝐚𝐣𝐮𝐚𝐫♍ᵐᵘˢᵉˢ🎶huatong
歌詞
収録
নামিছে অঝর শ্রাবণ ধারা

চেয়ে আছি আমি চেয়ে আছি বৃষ্টিতে

জলভরা তৃষ্টিতে

বলেছিলে যদি মন কাঁদে

যেন চলে আসি আমি চলে আসি

এক বরষায়

কাঁদিছে আমার মন শ্রাবণের অঝর ধারায়

তুমি যে আছো কোথায় কোন ঠিকানায়

কোন শ্যামল ছায়

পাবো কি আমি তোমায়?

চেয়ে আছি আমি চেয়ে আছি বৃষ্টিতে

জলভরা তৃষ্টিতে

বলেছিলে তুমি যদিও তখন

আকাশ থাকবে বৈরী

কদমগুচ্ছ হাতে নিয়ে তুমি তৈরি

এখনও উতলা আকাশে বিজলীরা ঝলকায়

কদমগুচ্ছ হাতে কি তুমি আমারই প্রতীক্ষায়

আমারই মন ভরাতে এক বরষায়

বলেছিলে তুমি কদমগুচ্ছ খোঁপায় জড়াইতে

জলভরা মাঠে নাচিবে আমায় নিয়ে

একটু পরে নামিবে আঁধার

বেলাও ফুরিয়ে যাবে

সত্যি কি তুমি আমার নৃত্যের সাথী হবে?

এই বরষায় আমার সাথে রবে

কোমল শ্যামল ছায়

পাবো কি আমি তোমায়?

কোমল শ্যামল ছায়

পাবো কি আমি তোমায়?

Meher Afroze Shawonの他の作品

総て見るlogo

あなたにおすすめ