menu-iconlogo
huatong
huatong
avatar

আমার হবে সেই বউ । amar hobe sei bow

melody music worldhuatong
༆⑅⃝🦅𓅂𝐊𝐎𝐊𝐈𝐋𓅂༆⑅⃝🦅huatong
歌詞
収録
আমার হবে সেই বউ

আমার হবে সেই বউ

যার শেমলা বরন

পাতলা গড়ন

ঘোমটার ফাক দিয়ে

পড়ে ঝরে ঝরে

শুধু রুপের মৌ

রুপের মৌ

আমার হবে সেই বউ

হবে সেই বউ

ঢেকির তালে হেলে দুলে

ধান যে ভাংতে পারে

ভেজা শাড়ি কলসি কাকে

যাই যে নদির তীরে

ঢেকির তালে হেলে দুলে

ধান যে ভাংতে পারে

ভেজা শাড়ি কলসি কাকে

যাই যে নদির তীরে

থাকে সে জন বাংলাদেশে

যানো না তো কেউ

তোমরা, জানো না তো কেউ

আমার হবে সেই বউ

হবে সেই বউ

হাটে গিয়ে দেরি হলে,

অপেক্ষা যে করবে,

এলো চুলে পিদিমহাতে

পথো চেয়ে রবে।

হাটে গিয়ে দেরি হলে,

অপেক্ষা যে করবে,

এলো চুলে পিদিমহাতে

পথো চেয়ে রবে।

তারই গলাই মালা দেবো

ধরো না তো কেউ

তোমরা ধরো না তো কেউ

আমার হবে সেই বউ

হবে সেই বউ

আচলেরো বাতাস বেয়ে

ঘুম পাড়িয়ে দেবে।

সকাল হলে নাংলকাধে

মাঠে যেতে বলবে।

আচলেরো বাতাস বেয়ে

ঘুম পাড়িয়ে দেবে।

সকাল হলে নাংল কাধে

মাঠে যেতে বলবে।

আছে তারি বুকের মাঝে

ভালোবাসার ঢেউ

কতো ভালোবাসার ঢেউ,

আমার হবে সেই বউ

আমার হবে সেই বউ

যার শেমলা বরন

পাতলা গড়ন

ঘোমটার ফাক দিয়ে

পড়ে ঝরে ঝরে

শুধু রুপের মৌ

রুপের মৌ

আমার হবে সেই বউ

হবে সেই বউ

melody music worldの他の作品

総て見るlogo

あなたにおすすめ