menu-iconlogo
huatong
huatong
avatar

Jala Jala

Mileshuatong
exitosiemprehuatong
歌詞
レコーディング
জ্বালা জ্বালা জ্বাল এই অন্তরে

জ্বালা জ্বালা জ্বাল বুকের ভিতরে

জ্বালা জ্বালা জ্বাল এই অন্তরে

জ্বালা জ্বালা জ্বাল বুকের ভিতরে

দেখানোর মানুষ যে আমার নাইরে

মনের মানুষ আমি কোথায় পাইরে

দেখানোর মানুষ যে আমার নাইরে

মনের মানুষ আমি কোথায় পাইরে

চারিদিকে ভোঁ ভোঁ করে ঘুরি রে,ঘুরি রে....

জ্বালা জ্বালা জ্বাল এই অন্তরে

জ্বালা জ্বালা জ্বাল বুকের ভিতরে

জ্বালা জ্বালা জ্বাল এই অন্তরে

জ্বালা জ্বালা জ্বাল বুকের ভিতরে.

বেদনার সাথে করেছি মিতালী

সঙ্গী আমরা দু'জনা

মিছেমিছে পথ খুঁজে চলেছি

পাবোনা জানি ঠিকানা

পাহাড় পর্বতে চিৎকার করে আমি

তোকে ডাকবো সুদূরে,,

জ্বালা জ্বালা জ্বাল এই অন্তরে

জ্বালা জ্বালা জ্বাল বুকের ভিতরে

জ্বালা জ্বালা জ্বাল এই অন্তরে

জ্বালা জ্বালা জ্বাল বুকের ভিতরে.

প্রেমের মুক্তা দিয়ে লেখা সেই নাম

যাবেনা কখনো মুছে

হৃদয় জুড়ে আছে সে ঘিরে

রক্তের সাথে মিশে

স্বপ্নের সান্ত্বনা আশান্ত যন্ত্রনা

তোকে নিয়ে আছি পড়ে

জ্বালা জ্বালা জ্বাল এই অন্তরে

জ্বালা জ্বালা জ্বাল বুকের ভিতরে

জ্বালা জ্বালা জ্বাল এই অন্তরে

জ্বালা জ্বালা জ্বাল বুকের ভিতরে

দেখানোর মানুষ যে আমার নাইরে

মনের মানুষ আমি কোথায় পাইরে

দেখানোর মানুষ যে আমার নাইরে

মনের মানুষ আমি কোথায় পাইরে

চারিদিকে ভোঁ ভোঁ করে ঘুরি রে,ঘুরি রে...

জ্বালা জ্বালা জ্বাল এই অন্তরে

জ্বালা জ্বালা জ্বাল বুকের ভিতরে

জ্বালা জ্বালা জ্বাল এই অন্তরে

জ্বালা জ্বালা জ্বাল বুকের ভিতরে.

Milesの他の作品

総て見るlogo

あなたにおすすめ