menu-iconlogo
huatong
huatong
avatar

Deyale Deyale Acoustic

Minar Rahmanhuatong
Offline_Userhuatong
歌詞
レコーディング
গানঃ দেয়ালে দেয়ালে

মিনার রহমান

Uploaded by SA-SHAHED

বলো না কেনো তুমি বহুদূর

কেনো আমি একা

হৃদয়ে ভাঙচুর.....

জানো না

তুমি হীনা এ আমার

স্বপ্ন মেঘে ঢাকা

নামে না রোদ্দুর.....

বলো না কেনো তুমি বহুদূর

কেনো আমি একা

হৃদয়ে ভাঙচুর.....

জানো না

তুমি হীনা এ আমার

স্বপ্ন মেঘে ঢাকা

নামে না রোদ্দুর.....

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে

হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,

আড়ালে আড়ালে, কোথায় হারালে

ফিরে তুমি আর আসবে না বুঝি?....

কত রাত কেটে গেছে আঁধারে

নেইতো ভোরের দেখা

বোঝাবো কিভাবে?......

কত ঘুম মিশে গেছে অজানায়

জানে শুধু দু'চোখ

ভুল সে স্বভাবে...

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে

হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি.....

আড়ালে আড়ালে, কোথায় হারালে

ফিরে তুমি আর আসবে না বুঝি?......

Thank you....

Minar Rahmanの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Deyale Deyale Acoustic by Minar Rahman - 歌詞&カバー