menu-iconlogo
huatong
huatong
avatar

Jel Khanate Jaye Dekhi Police Pagol

Mk Joyhuatong
lubapattonhuatong
歌詞
収録
পাবনা নয় পাগলের গারদ খানা

দুনিয়াটা পাগলের আস্তানা

পাবনা নয় পাগলের গারদ খানা

দুনিয়াটা পাগলের আস্তানা,,পাবনা

জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল

আসামিরা চাইপা ধরে পেন্সিল বোতল

জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল

আসামিরা চাইপা ধরে পেন্সিল বোতল

পাবনা নয় পাগলের গারদ খানা

দুনিয়াটা পাগলের আস্তানা

পাবনা নয় পাগলের গারদ খানা

দুনিয়াটা পাগলের আস্তানা,,পাবনা

হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল

রোগীরা শুয়ে থেকে বাজায় রে ঢোল

হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল

রোগীরা শুয়ে থেকে বাজায় রে ঢোল

পাবনা নয় পাগলের গারদ খানা

দুনিয়াটা পাগলের আস্তানা

পাবনা নয় পাগলের গারদ খানা

দুনিয়াটা পাগলের আস্তানা,,পাবনা

এই দুনিয়ায় এত পাগল কারে পাগল কই

আমি ফকির নিজে পাগল ভালো না হই

এই দুনিয়ায় এত পাগল কারে পাগল কই

আমি ফকির নিজে পাগল ভালো না হই

পাবনা নয় পাগলের গারদ খানা

দুনিয়াটা পাগলের আস্তানা

পাবনা নয় পাগলের গারদ খানা

দুনিয়াটা পাগলের আস্তানা,,পাবনা

Mk Joyの他の作品

総て見るlogo

あなたにおすすめ