menu-iconlogo
huatong
huatong
avatar

Amay Tumi Mone Rakho

Mohasin Rezahuatong
maximoqxnhuatong
歌詞
レコーディング
আমায় তুমি মনে রাখো না রাখো

তোমায় তো ভুলা যাবে না

না - তোমায় তো ভুলা যাবে না

ও..হ্নদয়ের এ বাঁধন রয়ে যাবে আজীবন

কিছুতেই খোলা যাবে না .......

আমায় তুমি মনে রাখো না রাখো

তোমায় তো ভুলা যাবে না

না - তোমায় তো ভুলা যাবে না

ভালবাসার দিন গুলি

স্মৃতি হয়ে কাঁদে

তোমার কথা মনে হলে

গ্রহন লাগে চাঁদে

প্রানে প্রানে যে নাম

চোখের জলে লিখলাম

কোনদিনই মুছা যাবে না .....

আমায় তুমি মনে রাখো না রাখো

তোমায় তো ভুলা যাবে না

না - তোমায় তো ভুলা যাবে না

তুমি আমার নয়ন জুড়ে

স্বপ্ন হয়ে ছিলে

সে নয়নেই অঝোর ধারায়

শ্রাবন হয়ে এলে

পুড়েছি বিরহ অনলে

আর কোন আগুন জ্বেলে

এই প্রেম পোড়া যাবে না .........

আমায় তুমি মনে রাখো না রাখো

তোমায় তো ভুলা যাবে না

না - তোমায় তো ভুলা যাবে না

ও... হ্নদয়ের এ বাঁধন,

রয়ে যাবে আজীবন

কিছুতেই খোলা যাবে না .......

আমায় তুমি মনে রাখো না রাখো

তোমায় তো ভুলা যাবে না

না - তোমায় তো ভুলা যাবে না

Mohasin Rezaの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Amay Tumi Mone Rakho by Mohasin Reza - 歌詞&カバー