menu-iconlogo
huatong
huatong
avatar

মাথায় পাগড়ী পড়ে Mathay Pagri Pore

Monir Khan/Kanak Chapahuatong
ronniro2huatong
歌詞
レコーディング
মাথায় পাগড়ী পড়ে এইতো আমি,

বর সেজে যাব রে তোমার বাড়ি,

আলতা রাঙ্গা পায় শোন গো মেয়ে,

অঙ্গে জড়াবে তুমি বধুর শাড়ি,

বাঁজবে সানাই নাচবে সবাই,

বাঁজবে সানাই নাচবে সবাই,

বিয়ে হয়ে যাবে রে দুজনারই,

মাথায় পাগড়ী পড়ে বন্ধু তুমি,

বর সেজে যাব রে আমার বাড়ি,

আলতা রাঙ্গা পায় এই তো আমি,

অঙ্গে জড়াবো এই বধুর শাড়ি,

বাঁজবে সানাই নাচবে সবাই,

বাঁজবে সানাই নাচবে সবাই,

বিয়ে হয়ে যাবে রে দুজনারই,

মাথায় পাগড়ী পড়ে এইতো আমি,

বর সেজে যাব রে তোমার বাড়ি,

বিয়ের পরে বাসর ঘরে,

তুমি আমি মিলবো দুজন,

চোখে চোখে লজ্জা মেখে,

কত কথা বলব তখন,

পৃথিবীর কোলাহল যাবে রে থেমে,

জীবনের গল্পটা সাজাবো প্রেমে,

সপ্নের আকাশে দেব পাড়ি,

মাথায় পাগড়ী পড়ে বন্ধু তুমি,

বর সেজে যাব রে আমার বাড়ি,

বলে এমন পেলাম এখন,

আমি যেন নতুন জীবন,

হৃদয় ভরে নতুন করে,

ভালোবাসা করব গ্রহণ,

তুমি আছো এ বুকের মধ্য খানে,

তুমি ছাড়া জীবনের নেইতো মানে,

এক মন এক প্রান দুজনারই,

এ মাথায় পাগড়ী পড়ে এইতো আমি,

বর সেজে যাব রে তোমার বাড়ি,

আলতা রাঙ্গা পায় এইতো আমি,

অঙ্গে জড়াবো এই বধু শাড়ি,

বাঁজবে সানাই নাচবে সবাই,

বাঁজবে সানাই নাচবে সবাই,

বিয়ে হয়ে যাবে রে দুজনারই,

হ্যা মাথায় পাগড়ি পরে এইতো আমি,

বর সেজে যাব রে তোমার বাড়ি,

ধন্যবাদ সবাইকে

Monir Khan/Kanak Chapaの他の作品

総て見るlogo

あなたにおすすめ