menu-iconlogo
huatong
huatong
avatar

Ami gan harabo morei jabo

Monirulhuatong
◄❤MONIRUL≛⃝⃕🦋🆂🅼.🅱huatong
歌詞
レコーディング
পড়ে না চোখের পলোক

কি তোমার রুপের ঝলক

দোহায় লাগে

মুখটি তোমার

একটু আচলে ঢাকো

আমি গ্যান হারাবো

মরেই যাবো

বাচাতে পারবে না কো

ও ও আমি গ্যান হারাবো

মরেই যাবো বাচাতে

পারবে না কো

আশা আমার ভালোবাসা

আ..শা..ই আমার ভালোবাসা

তোমাকে নিয়ে সাজাবো বুকে

প্রেমেরি ছোট্ট বাসা

তুমি আমার ভালোবাসা

আ..শা..ই আমার ভালোবাসা

তুমি চাদের জোছোনা নও

তুমি ফুলের উপমা নও

নও তুমি পাহাড় ঝরনা

আয়না..........

তুমি রিদয়ের আয়না

আপলোড বাই

MONIRUL≛⃝⃕?.?

যেটুকু সময় তুমি থাকো পাশে

মনে হয় এদেহে প্রান আছে

বাকিটা সময় যেন মরণ আমার

রিদয় জুরে নামে অথৈ আধার

বাকিটা সময় যেন মরণ আমার

রিদয় জুরে নামে অথৈ আধার

বেদের মেয়ে জোসনা

আমায় কথা দিয়েছে

আসি আসি বলে

জোসনা ফাকি দিয়েছে

বেদের মেয়ে জোসনা

আমায় কথা দিয়েছে

আসি আসি বলে

জোসনা ফাকি দিয়েছে

ভেঙ্গেছে পিঞ্জর

মেলেছে ডানা

উরেছে পাখি পথ অচেনা

নিরেরও ঠিকানা পাবে কী না

পাখি তা নিজেই জানে না

ও ও নিরেরও ঠিকানা পাবে কী না

পাখি তা নিজেই জানে না

তুমি মোড় জীবনের ভাবনা

রিদয়ের সুখের দোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা

ভালো আছি ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দিও তোমার মালা খানি

বাউলের এই মনটা রে

আমার ভিতর ও বাহীরে অন্তরে অন্তরে

আছো তুমি রিদয় জুরে

আমার ভিতর ও বাহীরে অন্তরে অন্তরে

আছো তুমি রিদয় জুরে এ এ

Monirulの他の作品

総て見るlogo

あなたにおすすめ