menu-iconlogo
logo

Adho adho bol laje

logo
歌詞
আধো আধো বোল

লাজে বাধো বাধো বো..ল

বোল কানে কানে..

যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল

বোল কানে কানে…

আধো আধো বোল

লাজে বাধো বাধো বোল

বোল কানে কানে…

===H.PUTUL_WE===

যে কথার কলি সখি,,

আজও ফুটিল না…

শরমে মরম পাতে দুলে আনমনা

যে কথাটি

ঢেকে রাখে বুকেরও আঁচল

বোল কানে কানে

আধো আধো বোল

লাজে বাধো বাধো বোল

বলো কানে কানে…

যে কথা লুকানো থাকে..লাজনত চোখে..

না বলিতে যে কথাটি জানাজানি লোকে

যে কথাটি ধরে রাখে অধরেরি কো..ল

যে কথাটি ধরে রাখে অধরেরও কো. ল

বোল কানে কানে…..

যে কথা বলিতে চাহ…বেশভূষার ছলে

যে কথা প্রকাশ তব দেহে পলে পলে

যে কথা কহিতে চাহ বেশভূষার ছলে

যে কথা প্রকাশ তব দেহে পলে পলে

যে কথা টি

যে কথা বলিতে সই গালে পড়ে টোল

বোল কানে কানে

যে যে কথাটি বলিতে সই গালে পড়ে টো..ল

বোল কানে কানে….

Adho adho bol laje by Muhammad Rafi - 歌詞&カバー