menu-iconlogo
huatong
huatong
avatar

বিঁধি কলমে নাই কালি

Mujib Pardeshihuatong
rgbf250huatong
歌詞
収録
বিঁধি কলমে নাই কালি

আমার ওই পোঁড়া কপালে

এইকি লেইখা ছিলিরে

কলমে কি নাই কালিরে ।।

কলমে নাই কালি ...

আমার ওই পোড়া কপালে

এইকি লেইখা ছিলিরে

কলমে কি নাই কালিরে ।।

বিধি ...কলমে কি নাই কালিরে ।।

ভক্তের অধিন আছোরে তুমি

সর্বমতে জানি .....

ভক্তের অধিন আছোরে তুমি

সর্বমতে জানি .....

তবে কেন আমার ,কর্মে এত জ্বালা দিলিরে

কলমে কি নাই কালিরে ...

বিধি ,কলমে কি নাই কালিরে ।।

যেদিকেতে আমি রে যাই

কেউরে না পাই ....

যেদিকে তে আমিরে যাই

চিনেনা কেউ আমায় ....

সঙ্গের সাথী ছিলো যারা

সবাই গেছে ,ভুলিরে

কলমে কি নাই কালিরে ..

বিধি ...কলমে কি নাই কালিরে ।।

আপন ভাইব্যা যারে ধরি

সে দেয় মাথায় বারি ...

ও ও ও ও ……..ও ও ও

আপন ভাইব্যা যারে ধরি

সে দেয় মাথায় বারি ...

কোন দোষেতে বিধি আমায়

ওকুলে ভাসাইলিরে ...

কলমে কি নাই কালিরে

বিঁধি কলমে নাই কালি

আমার ওই পোঁড়া কপালে

এইকি লেইখা ছিলিরে

কলমে কি নাই কালিরে

বিঁধি কলমে কি নাই কালি রে

বিঁধি কলমে কি নাই কালি রে ।।

(বিঁধি সবার সহায় হউন )

Mujib Pardeshiの他の作品

総て見るlogo

あなたにおすすめ