menu-iconlogo
huatong
huatong
avatar

Abar Bhalobese Felechhi Tomay

Nilanjan Ghosalhuatong
teknionhuatong
歌詞
レコーディング
একটা গান মেঘের মত আকাশ জুড়ে ইতস্তত ভাসে

হাজার কাঁটাতার পেরিয়ে অনেক ঘুরে তোমার কাছে আসে

একটা সুর গুনগনিয়ে গুনগুনিয়ে ঘুম পাড়িয়ে যায়

তেমনি আবার আবার ভালোবেসেছি ফেলেছি তোমায়

চুপিসারে খুব গোপনে খামখেয়ালে রাত্রি জাগা ফুল

অন্ধকারে বাতি জ্বেলে খুঁজতে চাওয়া বেয়াক্কালে ভুল

চুপিসারে খুব গোপনে খামখেয়ালে রাত্রি জাগা ফুল

অন্ধকারে বাতি জ্বেলে খুঁজতে চাওয়া বেয়াক্কালে ভুল

রাত পোহালে ঠান্ডা ভোরে চাঁদ যেভাবে ফিরে যেতে চায়

তেমনি আবার আবার ভালোবেসেছি ফেলেছি তোমায়

প্রশ্নবাণেবিদ্ধ মনে উতরে যাবো নেই কোনো উপায়

কোন সাগরে ডুবলে বলো খুব সহজে ভেসে ওঠা যায়

স্রোত হারানো নদী যেমন শুকনো মনে সমুদ্রকে চায়

তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়

Nilanjan Ghosalの他の作品

総て見るlogo

あなたにおすすめ