menu-iconlogo
huatong
huatong
avatar

রংধনু ভাল লাগে Rangdhonu Valo Lage

Nishita baruahuatong
paulette_rose2002huatong
歌詞
収録
রংধনু ভালো লাগে

নীল আকাশ ভালো লাগে

ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভালো লাগে

তাঁরার উঠোনেতে জেগে থাকা সেই রাত

রংধনু ভালো লাগে

নীল আকাশ ভালো লাগে

ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভালো লাগে

তাঁরার উঠোনেতে জেগে থাকা সেই রাত

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

ও ও ...রংধনু ভালো লাগে

নীল আকাশ ভালো লাগে

ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভালো লাগে

তাঁরার উঠোনেতে জেগে থাকা সেই রাত

ভালো লাগে শিশির ঝরা

ভিজে যাওয়া কিছু ঘাস ফুল

ভালো লাগে এক চিলতে রোদ

অকারণে করে ভুল..

ভালো লাগে শিশির ঝরা

ভিজে যাওয়া কিছু ঘাস ফুল

ভালো লাগে এক চিলতে রোদ

অকারণে করে ভুল..

ও বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

ভালো লাগে দখিন হাওয়ায়

চোখ বুজে কিছুক্ষণ

ভালো লাগে স্বপ্নগুলো

অকারণে করে ভুল..

ভালো লাগে দখিন হাওয়ায়

চোখ বুজে কিছুক্ষণ

ভালো লাগে স্বপ্নগুলো

যাকে ঘিরে মন..

ও বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

হো ও ও রংধনু ভালো লাগে

নীল আকাশ ভালো লাগে

ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ

ও..তার চেয়েও ভালো লাগে

তাঁরার উঠোনেতে জেগে থাকা সেই রাত

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

হো ও ও

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Nishita baruaの他の作品

総て見るlogo

あなたにおすすめ