menu-iconlogo
huatong
huatong
avatar

Ovinoy

Noble Manhuatong
roghen2huatong
歌詞
収録
অভিনয়ের এইতো জীবন

অভিনয় যাচ্ছি করে

অশ্রুজলে হৃদয় ভাসে

হাসছি তবু সুখের ভিড়ে

কী আগুন জ্বলছে বুকে

জানে না, কেউ তো জানে না

কী ব্যথায় পুড়ছি প্রতিদিন

বোঝে না, কেউ তো বোঝে না

কী আগুন জ্বলছে বুকে

জানে না, কেউ তো জানে না

কী ব্যথায় পুড়ছি প্রতিদিন

বোঝে না, কেউ তো বোঝে না

অদৃশ্য দাবার চালে

পরাজিত আমার হৃদয়

তবু চাইছি আমি

তোমারই জয় যেন হয়

লিখে রাখা ভাবনা গুলো

খুঁজবে না আর ঠিকানায়

কী আগুন জ্বলছে বুকে

জানে না, কেউ তো জানে না

কী ব্যথায় পুড়ছি প্রতিদিন

বোঝে না, কেউ তো বোঝে না

কী আগুন জ্বলছে বুকে

জানে না, কেউ তো জানে না

কী ব্যথায় পুড়ছি প্রতিদিন

বোঝে না, কেউ তো বোঝে না

ভেবেছি ফিরবো না আর

তোমাদেরই জলসাঘরে

যেখানে হৃদয় ভাঙ্গার

প্রতিদিন গল্প পোড়ে

তোমার ভালো থাকার মাঝে

পথের কাঁটা হবো না

কী আগুন জ্বলছে বুকে

জানে না, কেউ তো জানে না

কী ব্যথায় পুড়ছি প্রতিদিন

বোঝে না, কেউ তো বোঝে না

কী আগুন জ্বলছে বুকে

জানে না, কেউ তো জানে না

কী ব্যথায় পুড়ছি প্রতিদিন

বোঝে না, কেউ তো বোঝে না

Noble Manの他の作品

総て見るlogo

あなたにおすすめ