menu-iconlogo
huatong
huatong
avatar

আসমানে যাইও নারে বন্ধু | Asmane Jaio Nare Bondhu

Pagol Hasanhuatong
spy_bithuatong
歌詞
レコーディング
আসমানে যাইও নারে বন্ধু

ধরতে পারবো না তোমায়

পাতালে যাইও নারে বন্ধু

ছুইতে পারবো না তোমায়

বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইও

ও বন্ধুরে..

সতী নারীর পতি যেমন পর্বতেরই চূড়া

অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গোড়া

তুমি নায়ের গলই হইও রে বন্ধু

নায়ের গলই হইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইও

ও বন্ধুরে..

না করিয়া পাগল হাসান কূল কলঙ্কের ভয়

প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময়

তুমি দয়াময়ী হইও রে বন্ধু

দয়াময়ী হইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইও

Pagol Hasanの他の作品

総て見るlogo

あなたにおすすめ