menu-iconlogo
huatong
huatong
partha-barua--cover-image

বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলা RΞZΛ

Partha Baruahuatong
অদৃশ্যhuatong
歌詞
収録
বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলা

হিমেল হিমেল বাতাসে

মন ময়ূরী পাখনা মেলে

উড়াল দিল আকাশে

আকাশে আজ রঙের মেলা

নানা রকম রং

মিলেছে আলোর ঝলকানিতে

জমেছে মেঘেদের আড়ং

বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলা

হিমেল হিমেল বাতাসে

মন ময়ূরী পাখনা মেলে

উড়াল দিল আকাশে

RΞZΛ

মন যে খোঁজে মেঘের ভাজে

অপরূপা চোখ

চোখের মাঝে বৃষ্টি ঝরে

দৃষ্টি অপলক

ও দৃষ্টি অপলক

আকাশে আজ রঙের মেলা

নানা রকম রং

মিলেছে আলোর ঝলকানিতে

জমেছে মেঘেদের আড়ং

RΞZΛ

রাত যে সাজে মনের রঙে

পড়েনা পলক

সবুজ সুখে যায় যে ভেসে

হৃদয় মনোরথ

ও হৃদয় মনোরথ

আকাশে আজ রঙের মেলা

নানা রকম রং

মিলেছে আলোর ঝলকানিতে

জমেছে মেঘেদের আড়ং

বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলা

হিমেল হিমেল বাতাসে

মন ময়ূরী পাখনা মেলে

উড়াল দিল আকাশে

আকাশে আজ রঙের মেলা

নানা রকম রং

মিলেছে আলোর ঝলকানিতে

জমেছে মেঘেদের আড়ং

বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলা

হিমেল হিমেল বাতাসে

মন ময়ূরী পাখনা মেলে

উড়াল দিল আকাশে

Partha Baruaの他の作品

総て見るlogo

あなたにおすすめ