menu-iconlogo
huatong
huatong
partha-barua-ami-bhule-jai-tumi-amar-nao-cover-image

️Ami Bhule Jai Tumi Amar Nao

Partha Baruahuatong
stevek5974huatong
歌詞
収録
দখিনা হাওয়া ঐ তোমার চুলে

ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে

কয়েকটি চুলে ঢেকে যায়

তোমার একটি চোখ

আমি ভুলে যাই তুমি আমার নও

আমি ভুলে যাই তুমি আমার নও

তুমি আমার নও, আমার নও

আমার নও, আমার নও

একাকী নী রবে এগিয়ে পিছিয়ে

চেয়ে ছি কত বলতে

খুঁজেতো পাই নি, না বলা কথা টি

হারা নো দি নের গ ল্পে

আমি ভুলে যাই,আমি হেরে যাই

আমি ভুলে যাই,,তুমি আমার নও

আমি ভুলে যাই, তুমি আমার নও

তুমি আমার নও, আমার নও

আমার নও, আমার নও

শহর তলীতে এমনই রাতে

বেজেছে সানাই ক ত

সে সুর আজকে স্মৃতির আঙিনায়

বাজ বে অচেনা সু রে

আমি ভুলে যাই,আমি হেরে যাই

আমি ভুলে যাই তুমি আমার নও

আমি ভুলে যাই তুমি আমার নও

তুমি আমার নও, আমার নও

আমার নও, আমার নও

দখিনা হাওয়া ঐ তোমার চুলে

ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে

কয়েকটি চুলে ঢেকে যায়

তোমার একটি চোখ

আমি ভুলে যাই তুমি আমার নও

আমি ভুলে যাই তুমি আমার নও

তুমি আমার নও, আমার নও

আমার নও, আমার নও

Partha Baruaの他の作品

総て見るlogo

あなたにおすすめ