menu-iconlogo
logo

Ojanay

logo
歌詞
আমার অজানায় হলো কি,

তোমাকে তা কখনো

বুঝতে দেবো না।

দৃষ্টির পানে আকাশে চেয়ে

তোমাকে আমি খুঁজবো না।

আকাশের পানে চেয়ে চেয়ে

ভালোবাসি তা বলবো না।

তুমিও কি আমার মতো করে,

একটু ভালো বাসবে না ?

তুমিও কি আমার মতো করে,

একটু কাছে ডাকবে না। - [ ২ বার ]

আগেও তো ভালো বাসতে তুমি,

আগেও তো কাছে ডাকতে তুমি।

তবে আজ কেনো দূরত্বটা সব চেয়ে কাছের,

ভালোবেসে কি ভুল করেছি আমি ?

তুমিও কি আমার মতো করে,

একটু ভালো বাসবে না ?

তুমিও কি আমার মতো করে,

একটু কাছে ডাকবে না। - [ ২ বার ]

][ সমাপ্ত ][