menu-iconlogo
huatong
huatong
歌詞
収録
কী করে দেখো নিজেকে নিজে চেয়ে?

আয়নাতে তাকাও, লাগে না লজ্জা কি কোনো?

কী বলে বোঝাও, নিজেকে মানাও

ভুল করোনি কোনো, দোষ আমারই ছিলো?

কী করে পাপের এত বোঝা কাঁধে সামলাও?

প্ৰতি রাতে কী করে ঘুমাও?

কী বলে নিজেকে ফাঁসি চড়া থেকে থামাও?

কালি মাখা মুখ, হেসে দুনিয়া দেখাও?

বেঁচে করেছো যা, ফল দেখো তেমনই পাবে

মন্দের এত তো শেষ হয় ভালো না গিয়ে শেষে

পাপে ছাড়ে না পিছু, জেনো, এত সহজে

হওয়া যায় না সুখী কখনো এভাবে

কী করে হলো এত সাহস তোমার?

কারো জীবন তছনছানোর দিলো কে সে অধিকার?

কী করে এত নিজেকে নিচে নামালে?

কি রুচিতে বাধলোই না কিছু?

কোন মুখে, কী ভাষায়, কী পুণ্য করে?

নিজেকে দাও ক্ষমা কীসের অজুহাতে?

কেঁপে উঠলে বিবেক, বলে কী দাও সান্ত্বনা?

পরকাল আছে মেনেও পাও ভয় কি কোনো না?

বেঁচে করেছো যা, ফল দেখো তেমনই পাবে

মন্দের এত তো শেষ হয় ভালো না অবশেষে

পাপে ছাড়ে না পিছু, জেনো, এত সহজে

কেউই হয় না সুখী, তুমিও না

বেঁচে করেছো যা, ফল তেমনই হবে

মন্দের এত তো শেষ হয় ভালো না অবশেষে

পাপে ছাড়ে না পিছু, জেনো, এত সহজে

কেউই হয় না সুখী, তুমিও না

Popeye bangladeshの他の作品

総て見るlogo

あなたにおすすめ