menu-iconlogo
huatong
huatong
popeye-bangladesh-oparthib-cover-image

Oparthib

Popeye bangladeshhuatong
michi756huatong
歌詞
収録
এদিক, ওদিক, এ পথ, সে পথ

খোলা আকাশই ছাদই

উদাস এ মন হাওয়ায় উড়ে

বেড়ায়, গড়ায় এ পিঠ ও পিঠ

সজাগ আলো নয়ন ধুয়ে

রাতের শয়ন করে চুরি

নাটাই সুতো ছাড়াই ঘুরে

কথার মাথায় রঙ্গিন ঘুড়ি

উত্তপ্ত রোদ ভেদে মেঘ

করে উষ্ণ দৃশ্যগুলি

ধূসর ভুবনে দেয়াল জুড়ে

চিৎকার বাজে প্রতিধ্বনির

সুভাষেরা ছাড়ে রজনী

কত তীব্র কষ্ট হতে পারে

দেখায় এ নরকীয় ধরণী

মেলে ডানা ঝাঁকে পাখিরা এসে

ধরে গান সুরে এক অপার্থিব

হেঁটে, শুয়ে, বসে, দাঁড়ায়

কিছু ক্ষনে হাসায় কিছু কাদায়

বেঁচে কেও মালা, কেও দালানেকোঠায়

স্বর্ণ খনিরই পিছু ধাওয়াই

আলোয় কালোয় মন্দা ভালো

খরা আমল বন্যায় তলায়ই

হতাশ আশায় নিরাশায় হারানো জীবনেরা

এ যাত্রাপালাই

মরণ বরণেতে ক্ষান্ত

রেখা কপালে হাতে অপাঠ্য

নিয়ম মেনে ঘুরে পৃথিবী

নদী মিশে গিয়ে ঠিকই সাগরই

অনুত্তরিত প্রশ্নরাই রয়

নিষ্ঠুরতা যতো রূপে সেজে

চেনায় এ জীবন কাটায় ঘড়ির

এক অচেনা প্রেম এসে কাছে

তাকায় হাঁসি দেয় এক অপার্থিব

Popeye bangladeshの他の作品

総て見るlogo

あなたにおすすめ