menu-iconlogo
huatong
huatong
avatar

Nitai kaore chere jabena

potahuatong
➢ꦿꦼ͠҉꧈༄DƐßҠƱᗰᗩŔ༄࿆➣huatong
歌詞
レコーディング
Uploaded By....

Deb Kumar 🐯

ধরো চরণ ছেড়ো না,

ধরো চরণ ছেড়ো না..

নিতাই কাউরে ছেড়ে যাবে না,

নিতাই কাউরে ছেড়ে যাবে না।

দৃঢ় বিশ্বাস করে রে মন ...

ধরগো নিতাই চাঁদের চরণ।

যদি পার হবি পার হবি তুফান,

যদি পার হবি পার হবি তুফান

অপারে কেউ থাকবে না,

অপারে কেউ থাকবেনা..

নিতাই কাউরে ছেড়ে যাবে না,

নিতাই কাউরে ছেড়ে যাবে না।

হরির নাম তরণী লয়ে

ফিরছে নিতাই নেয়ে হয়ে,

হরির নাম তরণী লয়ে

এবার ফিরছে নিতাই নেয়ে হয়ে,

ভবে এমন দয়াল কাছে পেয়ে,

ভবে এমন দয়াল কাছে পেয়ে

ও তার স্মরণ কেনে নিলে না,

ও তার স্মরণ কেনে নিলে না..

নিতাই কাউরে ছেড়ে যাবে না,

নিতাই কাউরে ছেড়ে যাবে না।

কলির জীবে হয়ে সদয় ...

পারে যেতে ডাকছে নিতাই,

কলির জীবে হয়ে সদয়

এবার পারে যেতে ডাকছে নিতাই,

ফকির লালন বলে মন চলো যাই,

ফকির লালন বলে মন চলো যাই

এমন দয়াল মিলবে না,

এমন দয়াল মিলবে না..

নিতাই কাউরে ছেড়ে যাবে না,

নিতাই কাউরে ছেড়ে যাবে না..

potaの他の作品

総て見るlogo

あなたにおすすめ