menu-iconlogo
huatong
huatong
pritom-hasan-durotto-cover-image

Durotto

Pritom Hasanhuatong
steffaniemorrishuatong
歌詞
収録
কবে জানবে আমার মনের কথা

আছে যা বলার।

কবে মানবে আমার একটা-দুটো চাওয়া

কিছু আবদার।

শোনো হারানোর আগে আমায় বুঝে নাও

যদি সংশয় জাগে জানিয়ে দাও সেটাও

দূরত্ব থেকে গেলে,

স্বভাবের ভালোবাসা হয় না এভাবে

দূরত্ব থেকে গেলে,

স্বভাবের ভালোবাসা হয় না এভাবে

কত পথ পেরোবে ঐ মেঘ

ফিরবে না এ পথে কোনো দিন।

ভালোবাসায় বোনা এই আবেগ

মুছে কেন যাবে তুমিহীন।

শোনো হারানোর আগে আমায় বুঝে নাও

যদি সংশয় জাগে জানিয়ে দাও সেটাও

দূরত্ব থেকে গেলে,

স্বভাবের ভালোবাসা হয় না এভাবে

দূরত্ব থেকে গেলে,

স্বভাবের ভালোবাসা হয় না এভাবে

দূরত্ব থেকে গেলে,

স্বভাবের ভালোবাসা হয় না এভাবে

দূরত্ব থেকে গেলে,

স্বভাবের ভালোবাসা হয় না এভাবে।

জীবনে এমনই কোনো এক সময়ে

আমি হরিয়েছিলাম

আমার ভালোবাসার মানুষটিকে

কারণ তখন আমার

করার কিছুই ছিলনা

কিন্তু আমি চাইনা আমার জন্য

অন্য কারো জীবন থেকে

হারিয়ে যাক ভালোবাসার মানুষটা

ভালো থাকুক ভালোবাসা গুলো

দূরত্ব থেকে গেলে,

স্বভাবের ভালোবাসা হয় না এভাবে

দূরত্ব থেকে গেলে,

স্বভাবের ভালোবাসা হয় না এভাবে।

Pritom Hasanの他の作品

総て見るlogo

あなたにおすすめ