menu-iconlogo
logo

Laage Ura Dhura (লাগে উরা ধুরা) | Toofan | Shakib Khan|Pritom|Mimi|

logo
avatar
Pritom Hasanlogo
❥︎বেসুরাˢⁱⁿᵍᵉʳ㋛︎♫︎logo
アプリ内で歌う
歌詞
সজনী সজনী তোমারে দেখিয়া

মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া

সোহাগ চাঁদ বদনী ঘুঙরু পায়ে দিয়া

নাচো ও সখি তোমারে দেখি পরানো ভরিয়া

আগুন দেও লাগাইয়া মনেরই ঠিকানায়

মামলা হইলে পরে দেইখা নিবো থানায়

রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা

দেখো তোমার জন্যে পাগল জোয়ান থেকে বুড়া

(F)ও শখা গো প্রেমে মোর দিওনা ধরা

ধরা দিলে তোমার মন ভাইঙ্গা হবে গুঁড়াগুঁড়া

তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরাধুর

তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরাধুর

তোমারে যে দেখলে পরে তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উরাধুরা

লাগে উরাধুরা ঢেউ খেলানো চুলে

লাগে উরাধুরা ঝুমকা কানের দু্লে

লাগে আউলা ঝাউলা রূপ দেইখা তোমারই

তুমি চাইলে তোমার কিইনা দিমু লাল ফেরারি গাড়ি

রাতে স্বপ্নে তোমায় ধরতে চাই জড়াইয়া

ভাঙ্গে ঘুম সকালে দিকবিদিক আরায়া

রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা

দেখো তোমার জন্যে পাগল জোয়ান থেকে বুড়া

(F) শখা গো প্রেমে মোর দিওনা ধরা

ধরা দিলে তোমার মন ভাইঙ্গা হবে গুঁড়াগুঁড়া

তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরাধুরা

তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরাধুরা

তোমারে যে দেখলে পরে তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উরাধুরা

তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরাধুরা

তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরাধুরা

তুমি কোন শহরের মাইয়াগো মাইয়াগো

মাইয়াগো লাগে উরাধুর লাগে উরাধুরা

তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরাধুরা

Laage Ura Dhura (লাগে উরা ধুরা) | Toofan | Shakib Khan|Pritom|Mimi| by Pritom Hasan - 歌詞&カバー