menu-iconlogo
huatong
huatong
avatar

Lilakhela - Pritom

Pritomhuatong
✂️🔥ᏕᎮᎧᏒᏕᏂᎧ🔥✂️huatong
歌詞
収録
Lilakhela

Artist - Pritom

***Rocks in Heaven***

কৃষ্ণ করলে লীলাখেলা, আর আমি করলে ঢঙ

কৃষ্ণ করলে লীলাখেলা, আর আমি করলে ঢঙ

বড় লোকের সবই right হয়, গরীব করলে wrong

বড় লোকের সবই right হয়, গরীব করলে wrong

কবিগুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত

কবিগুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত

আমার প্রেমে পড়লে পরে মেয়ে নির্যাতিত

আমার প্রেমে পড়লে পরে মেয়ে নির্যাতিত

কৃষ্ণ করলে লীলাখেলা, আর আমি করলে ঢঙ

কৃষ্ণ করলে লীলাখেলা, আর আমি করলে ঢঙ

বড় লোকের সবই right হয়, গরীব করলে wrong

********************

***Rocks in Heaven***

********************

আমি গাইলেই নচির মত লাগে, আকবর কিশোর

তাই আকবর প্রতিভাবান, আর আমি হলাম চোর

আমি গাইলেই নচির মত লাগে, আকবর কিশোর

তাই আকবর প্রতিভাবান, আর আমি হলাম চোর

গানের ইতিহাস জানে না যারা, তারা কথা বলে বেশি

জীবনমুখী-মরনমুখী বলে করেন কাশাকাশি

মুকুন্দ দাস, হেমাঙ্গ বিশ্বাস, সলিল, প্রতুল, নজরুল

গণ মানুষের কথা লিখে তারা ফুটাতো গানের ফুল

যে জানে না সেই ইতিহাস, সেও ধরে ভং

ওরা করলে improvised হয়, আর আমি করলে wrong

কৃষ্ণ করলে লীলাখেলা, আর আমি করলে ঢঙ

কৃষ্ণ করলে লীলাখেলা, আর আমি করলে ঢঙ

বড় লোকের সবই right হয়, গরীব করলে wrong

********************

***Rocks in Heaven***

********************

গান শুনে কারও বিরহ জাগে, কারও জাগে প্রাণ

কেউ গানে গানে করেন প্রার্থনা ,কেউ যুদ্ধে যান

গান শুনে কারও বিরহ জাগে, কারও জাগে প্রাণ

কেউ গানে গানে করেন প্রার্থনা, কেউ যুদ্ধে যান

কোনো কোনো গান চেতনা জাগায়, কখনো জাগে দেশ

একাত্তরের গানগুলোর আজও রয়ে গেছে রেশ

দ্বিজেন্দ্রলাল, রবীন্দ্রনাথ, পুলক কিংবা অতুল

সবার গানই বাংলা ছিলো, চিনতে হয় না ভুল

যে জানে না সেই ইতিহাস, সেও ধরে ভং

ওরা করলে improvised হয়, প্রীতম করলে wrong

কৃষ্ণ করলে লীলাখেলা, আর আমি করলে ঢঙ

কৃষ্ণ করলে লীলাখেলা, আর আমি করলে ঢঙ

বড় লোকের সবই right হয়, গরীব করলে wrong

বড় লোকের সবই right হয়, গরীব করলে wrong

কবিগুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত

কবিগুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত

আমার প্রেমে পড়লে পরে মেয়ে নির্যাতিত

আমার প্রেমে পড়লে পরে মেয়ে নির্যাতিত

কৃষ্ণ করলে লীলাখেলা, আর আমি করলে ঢঙ

কৃষ্ণ করলে লীলাখেলা, আর আমি করলে ঢঙ

বড় লোকের সবই right হয়, গরীব করলে wrong

Pritomの他の作品

総て見るlogo

あなたにおすすめ