menu-iconlogo
huatong
huatong
protik-hasan--cover-image

এই যে বিয়াইন সাব

Protik Hasanhuatong
mz.glamorous_j012huatong
歌詞
収録
এই যে বিয়াইনসাব,

এই যে বিয়াইনসাব,

এই যে বিয়াইনসাব, ভাব নিয়েন না।

এতো গুলা বিয়াই যেন দেইখাও দেখেন না।

আরে এই যে বিয়াইনসাব, মাইন্ড খাইয়েন না।

কালা চশমা পড়লে কিন্তু বেইল পাবেন না।

একে তো রূপের আগুন,

আর আপনার ফাঁপর দ্বিগুণ।

মনের দয়া মায়া সব কি আপনার

ভ্যানিটি ব্যাগে রাখছেন?

আপনে দেখতে ঝাক্কাস,

শুনছি নাচেন ভালো।

তবে আজকের দিনের ড্যান্স ফ্লোর

কেন থাকবে খালি?

বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা

ডিজে আনছি।

প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে

গান ছাড়ছি।

বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা

ডিজে আনছি।

প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে

গান ছাড়ছি।

যার কোটি টাকা তোলা,

তা কে না জানে?(৩ বার)

মন যদি রাখেন খোলা,

দেব হালকা প্রেমের দোলা,

খবর যাবে কানে কানে।

কোটি টাকা দিয়ে এই মন পাইবেন না,

মন পেতে গাইতে হবে প্রেমের গান।

দূর থেকে চোখ মেরে লাভ হবে না,

অন্তরে থাকতে থাকতে হবে ভালোবাসার টান।

M আরে আপনার কুটু–কুটু

প্রেমের গুল্লি মারেন

আজকের দিনে সফ্‌ট গানগুলা

ফালান দিয়া ঝাক্কি।

শুনছি বাসায় নাকি নাচের প্র্যাকটিস করেন,

তবে আজকের দিনে লজ্জা পাইলে লাভ হবে নাকি?

তাই তো আজ আপনার জন্য ঢাকা থাইকা

ডিজে আনছি।

প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে

গান ছাড়ছি।

বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা

ডিজে আনছি।

প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে

গান ছাড়ছি।

কারেন্ট গেছে তো কী হইছে বিয়াইন সাব

আরও একটা সারপ্রাইজ বাকী আছে।

বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা

ব্যান্ডও আনছি।

প্রাণ খুইলা নাচেন এখন ঢোলে বিটে

গান ছাড়ছি।

বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা

ব্যান্ডও আনছি।

প্রাণ খুইলা নাচেন এখন ঢোলে বিটে

গান ছাড়ছি।

আরে ব্যান্ড তো জোরছে বাজা হেইয়া।

Protik Hasanの他の作品

総て見るlogo

あなたにおすすめ