menu-iconlogo
huatong
huatong
protik-hasan--cover-image

তোর ভালবাসা নয়রে ভালো

Protik Hasanhuatong
scarletylhuatong
歌詞
収録
F তোর ভালবাসা নয়রে ভালো

নিভে গেছে আলো

নাইরে কোন আশা

কেমনে বাসি ভালো

তুই উরু উরু হায়রে পাখি তোকে মিছে ডাকি

নাইরে কোন মায়া

কেমনে ধরে রাখি

M হো ও ও অন্তরেতে টান

লাগে বুকেরি পিঞ্জরে

তোরে ভুলে ওরে আমি থাকি.. কি করে

ও ও ও অন্তরেতে টা..ন লাগে বুকেরি পিঞ্জরে

তোর কথা, মনে পরে,তাই তো যাই উড়ে..

F তোর ভালবাসা নয়রে ভালো

নিভে গেছে আলো

নাইরে কোন আশা

কেমনে বাসি ভালো

তুই উরু উরু হায়রে পাখি তোকে মিছে ডাকি

নাইরে কোন মায়া

কেমনে ধরে রাখি

মর্ডান সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

একটু অপেক্ষা করুন

M দারুন অভিমান এ বুকে..বাইরে জালা...

একটু অপেক্ষা করুন

F ও ও এমন ভালবাসা দিলি,যায়গো পুরে..

জলে যায় ধরে ব্যথা হৃদয় জুরে..

M হো ও বারে বারে দারে দারে মনটা ঘুরে মরে

ডেকে ডেকে যাই তোর ডাক নাম ধরে

ও ও ও অন্তরেতে টা..ন লাগে বুকেরি পিঞ্জরে

তোর কথা, মনে পরে,তাই তো যাই উড়ে..

F তোর ভালবাসা নয়রে ভালো

নিভে গেছে আলো

নাইরে কোন আশা

কেমনে বাসি ভালো

তুই উরু উরু হায়রে পাখি তোকে মিছে ডাকি

নাইরে কোন মায়া

কেমনে ধরে রাখি

একটু অপেক্ষা করুন

F আমার ভালোবাসা আমি, চাইরে ফিরে...

পিছুটান ছেড়ে চলে আয় না থীরে..

একটু অপেক্ষা করুন

M আমার জোছনাতে আমি, আজো একা..

চাই তোরই দেখা ভুলে সময়ে রেখা..

F ও ও হাতে হাতে সাথে সাথে আয়না চলি ওরে

মনে মনে ছুয়ি মন ছুপ চাপ করে ও ও ও

অন্তরেতে টা..ন লাগে বুকেরি পিঞ্জরে

তোর কথা মনে পরে, তাই তোর লাগি উড়ে..

M তোর ভালবাসা নয়রে ভালো

নিভে গেছে আলো

F নাইরে কোন আশা

কেমনে বাসি ভালো

তুই উরু উরু হায়রে পাখি তোকে মিছে ডাকি

নাইরে কোন মায়া

কেমনে ধরে রাখি

তোর ভালবাসা নয়রে ভালো

নিভে গেছে আলো

নাইরে কোন আশা

কেমনে বাসি ভালো

তুই উরু উরু হায়রে পাখি তোকে মিছে ডাকি

নাইরে কোন মায়া

কেমনে ধরে রাখি

(ধন্যবাদ)

Protik Hasanの他の作品

総て見るlogo

あなたにおすすめ