menu-iconlogo
huatong
huatong
avatar

Listener's Track - কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে

Pushpahuatong
🎸🎸muSic_lOver_Bd🎸🎸huatong
歌詞
レコーディング
Listener's Track

কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে

******

তুমি নাহয় রহিতে কাছে

কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,

আরো কিছু কথা না হয় বলিতে মোরে

কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,

আরো কিছু কথা না হয় বলিতে মোরে

এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে

আরও কিছু কথা না হয় বলিতে মোরে,

কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে।

Listener's Track

***********

সুরে সুরভীতে না হয় ভরিতো বেলা

মোর এলোচুল লয়ে বাতাস করিতো খেলা,

সুরে সুরভীতে না হয় ভরিতো বেলা

এলো চুল লয়ে বাতাস করিতো খেলা,

ব্যাকুল কত না বকুলের কুঁড়ি

রয়ে রয়ে যেত ঝরে,

ওগো ..... না হয় রহিতে কাছে

কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে।

Listener's Track

***********

কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনোময়

কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনোময়

সুন্দরতর হতো নাকি বলো

একটু ছোঁয়ার পরিচয়,

ভাবেরও লীলায় না হয় ভরিতো আঁখি

আমারে না হয় আরো কাছে নিতে ডাকি,

ভাবেরও লীলায় না হয় ভরিতো আঁখি

আমারে না হয় আরো কাছে নিতে ডাকি,

না হয় শোনাতে মরমের কথা

মোর দুটি হাত ধরে,

ও গো..... না হয় রহিতে কাছে,

কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,

আরো কিছু কথা না হয় বলিতে মোরে

***Thank You***

Pushpaの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Listener's Track - কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে by Pushpa - 歌詞&カバー