menu-iconlogo
huatong
huatong
avatar

আমার পরানো যাহা চায় Amaro Porano Jaha Chay

Rabindra Sangeethuatong
TAPOS_Majumderhuatong
歌詞
レコーディング
আমার পরানো যাহা চায়

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার পরানো যাহা চায়

তুমি তাই তুমি তাই গো

আমার পরান যাহা চায়

তোমা ছাড়া আর এ জগতে

মোর কেহ নাই, কিছু নাই গো

আমার পরান যাহা চায়

তুমি সুখ যদি নাহি পাও

যাও সুখের সন্ধানে যাও

তুমি সুখ যদি নাহি পাও

যাও সুখের সন্ধানে যাও

আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে

আর কিছু নাহি চাই গো

আমার পরান যাহা চায়

আমি তোমারো বিরহে রহিবো বিলীনো

তোমাতে করিবো বাস

দীর্ঘ দিবস দীর্ঘ রজনি দীর্ঘ বারসো মাস

যদি আর কারে ভালবাসো

যদি আর ফিরে নাহি আসো

তবে তুমি যাহা চাও তাই যেন পাও

আমি যত দুঃখ পাই গো

আমার পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়

তোমা ছাড়া আর এ জগতে

মোর কেহ নাই কিছু নাই গো

আমার পরান যাহা চায়

Rabindra Sangeetの他の作品

総て見るlogo

あなたにおすすめ