menu-iconlogo
huatong
huatong
avatar

(HD) আমার নাই কোনো নাম নাই ঘর বাড়ি নাই

Rahul AMBhuatong
7881299348583256huatong
歌詞
収録
কন্ঠ শিল্পী Andrew Kishore

আমার নাই কোনো নাম নাই,

ঘর বাড়ি নাই,

আমার নাই কোনো নাম নাই,

ঘর বাড়ি নাই,

তুমি আমার নাম রেখে দাও,

যা খুশি তাই আমার কোনোই নাম নাই,

আমার নাই কোনো নাম নাই,

ঘর বাড়ি নাই,

তুমি আমার নাম রেখে দাও,

যা খুশি তাই আমার কোনোই নাম নাই,

room I'd 114053

সাজানো এক বাগান ছিলো,

আমার ছোট্ট ঘরে,

ফুল গুলো হায় ঝরে গেছে,

এক নিমিশের ঝড়ে,

সাজানো এক বাগান ছিলো,

আমার ছোট্ট ঘরে,

ফুল গুলো হায় ঝরে গেছে,

এক নিমিশের ঝড়ে,

এখন আমি শুধুই একা,

মরণ কখন দেবে দেখা,

সেই মরণের পথ ও চেয়ে,

দিন গুনে যাই,

দিন গুনে যাই,

আমার নাই কোনো নাম নাই,

ঘর বাড়ি নাই,

তুমি আমার নাম রেখে দাও,

যা খুশি তাই আমার কোনোই নাম নাই,

না না আমি কাঁদছি না তো

ওরে দুষ্ট মেয়ে

বুক যে আমার ভরে গেছে

তোমায় বুকে পেয়ে

না না আমি কাঁদছি না তো

ওরে দুষ্ট মেয়ে

বুক যে আমার ভরে গেছে

তোমায় বুকে পেয়ে

আমি তোমার ছেলে ও,, মা

আমার নাই রে খুশির সীমা

তোমারি ওই কোলে আমি

পাই যেনো ঠাই

পাই যেনো ঠাই

আমার নাই কোনো নাম নাই,

ঘর বাড়ি নাই,

তুমি আমার নাম রেখে দাও,

যা খুশি তাই আমার কোনোই নাম নাই,

আমার নাই কোনো নাম নাই নাই

ঘর বাড়ি নাই।

তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই আমার কোনোই নাম নাই

thank all

Rahul AMBの他の作品

総て見るlogo

あなたにおすすめ