menu-iconlogo
huatong
huatong
avatar

★ HD Ore O Bashiwala liza

Rajib/Luipahuatong
rebeshuatong
歌詞
レコーディング

From Super Singers Group

মেয়ে: ওরে ও বাঁশিওয়ালা

আমার এ মনের জ্বালা

সইতে আর পারিনা ...

হায়রে পিরিত মানে যন্ত্রনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

ছেলে: ওরে ও মধুবালা

তুমি যে গলার মালা

তোমায় ছাড়া বাঁচিনা ...

হায়রে পিরিত মানে বাসনা

হায়রে পিরিত মানে বাসনা

S S G

S S G

ছেলে: বৈশাখে হলো দেখা

মেয়ে: লা লা লা লা

ছেলে: বর্ষাতে পরিচয়

মেয়ে: তু রু রু রু

ছেলে: শরতে হলো প্রেম

মেয়ে: লাগে যে মধুময়

ছেলে: করবো কি বলো আমি হেমন্তে

করবো কি বলো আমি হেমন্তে

মেয়ে: শীত বসন্ত তুমি বিনা বাঁচিনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

ছেলে: দিবসে ছবি আঁকি

মেয়ে: সত্যি

ছেলে: নিশিতে স্বপনে

মেয়ে: আ হা

ছেলে: দিবসে ছবি আঁকি নিশিতে স্বপনে

মেয়ে: মিশে আছো তুমি জীবনে মরণে

ছেলে: এই প্রেমের বলো হবে কি পরিণয়

এই প্রেমের বলো হবে কি পরিণয়

মেয়ে: প্রেমের পরিণয়

ভেবে কেউ প্রেম করেনা...

হায়রে পিরিত মানে যন্ত্রনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

ওরে ও বাঁশিওয়ালা

আমার এ মনের জ্বালা

সইতে আর পারিনা...

হায়রে পিরিত মানে যন্ত্রনা

ছেলে: হায়রে পিরিত মানে বাসনা

মেয়ে: হায়রে পিরিত মানে যন্ত্রনা

ছেলে: হায়রে পিরিত মানে বাসনা

মেয়ে: হায়রে পিরিত মানে যন্ত্রনা

ছেলে: হায়রে পিরিত মানে বাসনা

মেয়ে: হায়রে পিরিত মানে যন্ত্রনা

ধন্যবাদ

Rajib/Luipaの他の作品

総て見るlogo

あなたにおすすめ